Tuesday, March 19

গোয়াইনঘাটে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

কানাইঘাট নিউজ ডেস্ক:

সিলেটের গোয়াইনঘাটের সালুটিকর সড়কে মঙ্গলবার বিকেলে ট্রাকচাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

নিহতরা হলেন-ঢাকা সেনানিবাসে কর্মরত সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন ও তার ছেলে সাজিদ মিয়া। তারা সেনানিবাস থেকে সিলেটে বেড়াতে এসেছিলেন। আহত আবদুর রশিদের ছেলে মাহিন ও সজিব সোজার পরিবারের সঙ্গে বেড়াতে আসেন।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল বলেন, বিছনাকান্দি ঘুরে জাফলং যাওয়ার পথে সালুটিকর সড়কের সতিগ্রাম মোড়ে সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই অটোর যাত্রী ইলোরা ও তার ছেলে মারা যান। আহত দুইজনকে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়