Wednesday, March 20

দুই হাজার গাড়ী নিয়ে ডুবল ইতালিয়ান জাহাজ

কানাইঘাট নিউজ ডেস্ক:
ইতালিয়ান একটি পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুন লেগে ফ্রান্স উপকূলে ডুবে গেছে। জাহাজটি পোরশে অডিসহ বিভিন্ন ব্র্যান্ডের দুই হাজার গাড়ি নিয়ে ব্রাজিলে যাওয়ার পথে গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা নাবিকদের যুক্তরাজ্যর উদ্ধারকারী জাহাজ নিরাপদে উদ্ধার করেছে।
আজ বুধবার ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ইতালি থেকে পোরশে অডিসহ বিভিন্ন ব্র্যান্ডের দুই হাজার গাড়ি নিয়ে একটি পণ্যবাহী জাহাজ ব্রাজিল যাচ্ছিল। পথে ফ্রান্স উপকূলে আটলান্টিক মহাসাগরে আগুন ধরে জাহাজটি ডুবে গেছে। ফ্রান্স থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ডুবে যায়। গত সপ্তাহের মঙ্গলবারের (১২ মার্চ) এ দুর্ঘটনায় কোটি কোটি ডলারের ক্ষতি হয়েছে। জাহাজে থাকা ২৭ নাবিকের সবাইকে নিরাপদে যুক্তরাজ্যর উদ্ধারকারী দল উদ্ধার করেছে। তবে অনেকেই আহত হয়েছেন।
তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফ্রান্স উপকূলে জাহাজটি ডুবে যাওয়ার ফলে পানিতে ছড়িয়ে পড়া তেল দ্রুত পরিষ্কার করতে শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জার্মানির পোরশে কোম্পানির। তাদের ৩৭টি গাড়ি ছিল ওই জাহাজে। অডিরও কয়েকটি গাড়ি ডুবেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়