নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী নির্বাচন পরবর্তী সর্বস্থরের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী সহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে ইতিমধ্যে সাক্ষাৎ করে নব-নির্বাচিত চেয়ারম্যান মোমিন চৌধুরী শুভেচ্ছা বিনিময় করেছেন।
এছাড়াও গত সোমবার উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে মোমিন চৌধুরী উপজেলার রাজাগঞ্জ, ঝিঙ্গাবাড়ী, বানীগ্রাম, ৬নং সদর, বড়চতুল, লক্ষীপ্রসাদ পশ্চিম ও লক্ষী প্রসাদ পূর্ব, সাতবাঁক, দিঘীরপার পূর্ব এবং কানাইঘাট পৌরসভার দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, সুধীজন, বিশিষ্ট্য ব্যক্তিবর্গ, পেশাজীবি, আলেম-উলামা সহ সর্বস্থরের ভোটারদের সাথে নির্বাচনোত্তর শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত একাধিক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগদান করেন।
শুভেচ্ছা বিনিময়কালে নব-নির্বাচিত চেয়ারম্যান মোমিন চৌধুরী কানাইঘাট বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ১৮ মার্চের উপজেলা পরিষদের নির্বাচনে দলের নিবেদিত নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য দলের নেতাকর্মী এবং শান্তিপ্রিয় সর্বস্থরের ভোটাররা দল মতের উর্ধ্বে উঠে তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভাবে নির্বাচিত করেছেন। নির্বাচনে তাকে সর্বাত্মক ভাবে সহযোগিতা ও ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ায় সকলের প্রতি অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেই সাথে মোমিন চৌধুরী সবাইকে নিয়ে আগামী দিনে কানাইঘাট উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালিত ও এলাকার উন্নয়নে সকল মহলের মতামত কে প্রাধান্য দিয়ে কানাইঘাট কে একটি আধুনিক মডেল উপজেলা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
কানাইঘাট নিউজ ডটকম/২৩মার্চ ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়