Wednesday, March 6

কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল হকের ইন্তেকাল







নিজস্ব প্রতিবেদকঃ

কানাইঘাট উত্তর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পৌরসভার ডালাইচর গ্রাম নিবাসী ডালাইচর জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি হাজী সফিকুল হক( সফই হাজী)'র ইন্তেকাল হয়েছে। 


মঙ্গলবার(৫মার্চ) রাত অানুমানিক সাড়ে ১০টার সময় নিজ বাড়িতে তার ইন্তেকাল হয়(ইন্নালিল্লাহি..রাজিউল)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
অাজ বুধবার বিকেল ২টায় মরহুমের নামাজের জানাজা কানাইঘাট মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্টিত হবে।

কানাইঘাট নিউজ ডটকম/৬মার্চ ২০১৯ ইং


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়