Wednesday, March 20

ভারতের কাছে ৪ গোল খেয়ে সাফ থেকে বিদায় নিলো বাংলার মেয়েরা

কানাইঘাট নিউজ ডেস্ক:
ভারতের কাছে ৪-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরের সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশের মেয়েরা।
নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে এই দিন যেন অসহায় ভাবে  আত্মসমর্পন করেগোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। 
ভারতের হয়ে গোল চারটি করেছেন ডালিমা চিবার (১৮ মি.), ইন্দুমতি (২২ ও ৩৭ মি.) ও মানিশা (৯০+৩ মি.)।
সাফের গেল আসরে ফাইনাল খেলেছিল সাবিনা-কৃষ্ণারা। কিন্তু এবার সেমিফাইনাল খেলেই দেশে ফিরে আসতে হচ্ছে।  

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়