Sunday, March 3

চার দিনের সফরে রংপুরে এরশাদ

কানাইঘাট নিউজ ডেস্ক:
চার দিনের ব্যক্তিগত সফরে রংপুরে গেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। 
রোববার বেলা ১১টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে হেলিকপ্টারে রংপুর সেনানিবাসের উদ্দেশ্যে রাজধানী ছাড়েন তিনি। বেলা ১২টায় রংপুর সেনানিবাসে পৌঁছান। 

সোমবার ও মঙ্গলবার হুসেইন মুহম্মদ এরশাদ ব্যক্তিগত ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং বুধবার বিকেল ৪টায় রাজধানীর উদ্দেশে রওনা দেবেন। ঐদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর বারিধারা’র প্রেসিডেন্ট পার্কে উপস্থিত থাকার কথা রয়েছে তার।তার সফরসঙ্গী হিসেবে আছেন- জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর মো. খালেদ আখতার ও তার ছেলে এরিখ এরশাদ।

বিমানবন্দরে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে বিদায় জানান সাবেক এমপি ও জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন ভূঁইয়া ও তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়