Tuesday, February 12

মেলায় আব্দুল্লাহ আল হাসানের উপন্যাস‌''নদীপাড়ের বাগান বাড়ি''

কানাইঘাট নিউজ ডেস্ক:
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক আব্দুল্লাহ আল হাসানের উপন্যাস‌''নদীপাড়ের বাগান বাড়ি''। উপন্যাসটি প্রকাশ করেছে পাপড়ি প্রকাশনী। ৪৮ পৃষ্টার বইটির মূল্য রাখা হয়েছে ১৬০টাকা। বইটির প্রচ্ছদ করেছেন নওয়াজ মারজান। বইটি পাওয়া যাবে ঢাকা বইমেলার ৩৩৭নং(পায়রার) স্টলে এবং সিলেটের মেলায় 'জসীম বুক হাউস' এ বইটি পাওয়া যাবে।

কানাইঘাট নিউজ ডটকম/১২ফেব্রুয়ারি ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়