Friday, February 1

ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে প্রবাসীরা আন্তরিক---কমিউনিটি নেতা শাকুর ছিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও কল্যাণে সহযোগিতার হাত প্রসারিত করার ঘোষণা দিয়েছেন কানাইঘাট এডুকেশন ট্রাস্ট, ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এমএ শাকুর ছিদ্দিকী। তিনি  শুক্রবার বিকেল ৩ টায় কানাইঘাট ভাটিবারাপৈত মাহমুদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ১৫তম বার্ষিক ওয়াজ মাহফিলে সভাপতির বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার বিস্তার ও ধর্মীয় মাদ্রাসা, মসজিদের সার্বিক কল্যাণে অবদান রেখে যাচ্ছেন। প্রবাসীরা যাতে করে তাদের নিজ নিজ এলাকার কল্যাণে কাজ করতে পারেন এ জন্য প্রশাসন সহ সকল মহলকে সহযোগিতা করতে হবে। শাকুর ছিদ্দিকী মাহমুদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভবন সম্প্রসারণ সহ ধর্মীয় শিক্ষার উন্নয়নে তার পক্ষ থেকে সহযোগিতার কথা ঘোষণা করেন ওয়াজ মাহফিলে। এলাকার বিপুল সংখ্যক তাওহিদী জনতার উপস্থিতিতে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দানবীর ও সমাজসেবী ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক সাংবাদিক মুজিবুর রহমান ডালিম, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আব্দুল মান্নান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক। তাফসীর পেশ করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিফজুল কোরআন এন্ড ইসলামিক এডুকেশন সেন্টার ইউকের প্রিন্সিপাল যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মাওলানা আব্দুস সোবহান আজাদি, বিশিষ্ট আলেমে দীন মাওলানা আবু তায়্যিব সৎপুরী, ইমাম ও খতিব শাবি প্রবি মাওলানা মতিউর রহমান, সিলেট কাজীর বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুক্তার আহমদ, মাওলানা জালাল উদ্দিন কাকুরী সহ বিশিষ্ট আলেমে দ্বীনগন। ওয়াজ মাহফিলে অবহেলিত জনপদ ভাটিবারপৈত এলাকায় কোমলমতি শিক্ষার্থীদের লেখা-পড়ার সুযোগ তৈরী করে দেওয়ার জন্য নিজ উদ্যোগে মাদ্রাসা প্রতিষ্ঠা করায় ওয়াজ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবী আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী আরো বলেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শাকুর ছিদ্দিকী কানাইঘাট সহ বিভিন্ন এলাকার ধর্মীয় শিক্ষার সম্প্রসারনের ভূমিকা পালন করায় তাকে সহ যুক্তরাজ্য প্রবাসী সেখানকার ইসলাম ধর্মের প্রচারক মাওলানা আব্দুস সোবহান আজাদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়