Friday, February 1

কানাইঘাটে সড়ক দূর্ঘটনায় শিশুসহ ২জন নিহত
নিজস্ব প্রতিবেদকঃ
কানাইঘাটে পৃথক সড়ক দূর্ঘটনায় ৭বছরের এক শিশু সহ দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  শুক্রবার দুপুর ১২ টায় উপজেলার বড়চতুল ইউনিয়নের মালীগ্রাম বাসস্ট্যান্ড নামক স্থানে অটোরিকশা(সিএনজি) গাড়ির ধাক্কায় ছফাই বেগম (৪৫) নামের এক বিধবা মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার দূর্লভপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,এক আত্মীয়ের বাড়ি থেকে বেড়ানো শেষে নিজ বাড়িতে আসার জন্য কানাইঘাট-দরবস্ত সড়কের মালিগ্রাম বাস ষ্টেশন নামক স্থানে লেগুনা গাড়িতে উঠার জন্য সংকেত দেন। এসময় বিপরীতগামী অটোরিকশা (সিএনজি) গাড়ির ধাক্কায় ছফাই বেগম গুরুত্বর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
অপরদিকে ঐ দিন বিকেল ৪টায় পৃথক অারেকটি সড়ক দূর্ঘটনায় ৭ বছরের রুহেদ আহমেদ নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার সাতবাক ইউনিয়ের সাতপারি গ্রামের নুরুল আলমের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ঐ দিন বিকেলে সে রাস্তায় বের হলে বিপরীত গামী সিলেট-ছ-১১-২১৩৫ নং ঘাতক লেগুনা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ শিশু রুহেদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কানাইঘাট নিউজ ডটকম/১ ফেব্রুয়ারি ২০১৯ইং


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়