Wednesday, February 20

আজ কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
আজ বুধবার(২০ ফেব্রুয়ারি) ঐতিহ্যবাহী শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ. এর পূণ্যস্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলূম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন । সকাল ১০টা থেকে পরদিন সকাল পর্যন্ত ইসলামী এ মহা সম্মেলন অনুষ্ঠিত হবে।
মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- আওলাদে রাসুল আল্লামা মুফতি সায়্যিদ সালমান মনসুরপুরী ভারত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শায়খুল হাদিস আল্লামা শায়খ আব্দুল মতিন ঢাকা, আল্লামা ইয়াহইয়া মাহমুদ ঢাকা, আল্লামা হাসান জামিল ঢাকা, আল্লামা মুফতি আমানুল্লাহ ঢাকা, আল্লামা ইউসুফ শ্যামপুরী, আল্লামা রশীদুর রহমান ফারুক বরুনী, আল্লামা আহমদ শায়খে চিল্লা, আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী।
মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী এবং নাইবে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী মহাসম্মেলনকে সর্বাত্মক সফল করে তোলার জন্য ধর্মপ্রাণ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
কানাইঘাট নিউজ ডটকম/২০ ফেব্রুয়ারি ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়