কানাইঘাট নিউজ ডেস্ক:
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের স্কিপোল বিমানবন্দরে বোমাতঙ্কের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটক হওয়া ৫১ বছর বয়সী ওই কানাডীয় ব্যক্তি দাবী করেছিল যে, তার কাছে বোমা আছে।
নেদারল্যান্ডসের বর্ডার পুলিশ এজেন্সির মুখপাত্র জোন্না হেলমন্ডস বলেন, বিমানবন্দরের ডিপার্চার হলে সোমবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটেছে।
বোমাতঙ্কের কারণে সতর্কতা হিসেবেই হল থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়। তিনি জানিয়েছেন, পুলিশ এখনও ওই ঘটনা তদন্ত করছে। মঙ্গলবার এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে উল্লেখ করেছেন তিনি।
বর্ডার পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, কোন ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি। আটক হওয়া কানাডীয় ব্যক্তিকে হেফাজতে রাখা হয়েছে। তাকে আটক করার পরেই টার্মিনাল আবারও খুলে দেয়া হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়