Friday, January 4

বিপিএলে বিভিন্ন দলের অধিনায়কত্ব যা বললেন মুশফিক

কানাইঘাট নিউজ ডেস্ক;
সিলেট,বরিশাল ও রাজশাহীর নেতৃত্ব দেওয়ার পর এবারের বিপিএলে চিটাগং ভাইকিংসের নেতৃত্ব দিবেন মুশফিকুর রহিম। তবে অধিনায়কের দায়িত্ব নিয়ে কোন দলকেই এখনো শিরোপা এনে দিতে পারেননি তিনি। কিন্ত বার বার দল পরিবর্তনের সাথে অধিনায়কের এই দায়িত্বটাও বেশ উপোভোগ করেন মুশি। আগামীকাল বিপিএলের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগে তেমনটাই জানালেন মুশি। 
বিপিএলে বিভিন্ন দলের অধিনায়কত্ব প্রসঙ্গে জানতে চাওয়া হলে মুশফিক বলেন,এটা সম্মানের ব্যাপার, উপভোগের ব্যাপার। একই সাথে চ্যালেঞ্জিংও বটে। কারণ প্রত্যাশা বেশি থাকে। দলের মালিকপক্ষ বা সমর্থকদের পক্ষ থেকেও চাপ থাকে। অনেক দিন পর দায়িত্ব এসেছে। চেষ্টা করবো পারফর্ম্যান্স দিয়ে চিটাগংকে গত আসরের চেয়ে ভালো একটা  ফলাফল দেয়ার।'
বিপিএলে অধিনায়কত্ব করে কোন দলকেই এখনো ট্রফি এনে দিতে পারেননি তাই এবার চিটাগং ভাইকিংসের দায়িত্ব নিয়ে তিনি আরও জানিয়েছেন, আমাদের ভালো কিছু করার সুযোগ আছে। আমাদের বিশ্বাস চিটাগং কিছু চমক দেখাতে পারবে। কিছু কিছু প্লেয়ার আছে, যারা খুব ভালো কিছু করবে বলে বিশ্বাস করি। 
বিদেশি ক্রিকেটাররা আসছে মানে বিপিএল বিশ্বের কাছে আরো বেশি মর্যাদাপূর্ণ হচ্ছে। এখানে আমরা অনেক ম্যাচ খেলার সুযোগ পাই। তরুণরা বিদেশি অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে ড্রেসিং রুম ভাগ করার অভিজ্ঞতা অর্জন করে এবং অনেক কিছু শেখার সুযোগ পায়। এবারের বিপিএল আশা করি খুব ভালো হবে এবং সফল হবে।'

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়