কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথরের গর্ত ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বিকাল ৩টার দিকে চিকাডহর গ্রামের রহিম গংদের গর্তে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঝুঁকিপূর্ণভাবে পাথরের গর্ত থেকে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। এসময় হঠাৎ গর্ত ধসে দুই শ্রমিক চাপা পড়ে মারা যান।
নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আনুয়ার হোসেনের ছেলে সোনা মিয়া (২৫) ও ওয়াজিদ আলির ছেলে নুরুল হক (৩০)।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়