কানাইঘাট নিউজ ডেস্ক:
নীলফামারীর ডিমলায় প্রত্যন্ত অঞ্চলে গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার।
শুক্রবার (১১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে খালিশা চাপানী ইউনিয়নের, তালতলা মাঝিপাড়া, বাইশপুকুর মাঝিপাড়া গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে ওইসব এলাকার দরিদ্র অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কতৃক বরাদ্দকৃত ৫০টি কম্বল বিতরণ করেন তিনি। এ সময়ে তিনি শীতার্তদের নিজ হাতে কম্বল জড়িয়ে দেন।
কম্বল বিতরণের সময় তার সাথে উপস্থিত ছিলেন, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার, উপজেলা উন্নয়ন সমন্বয়ক (জাইকা প্রকল্প) বিভা রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী-ফেরদৌস আলম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার মুন বলেন, রাত ২টা ৩০মিনিট পর্যন্ত খালিশা চাপানী ইউনিয়নের দুই গ্রামের যারা পাওয়ার যোগ্য সেইসব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই কম্বল বিতরণ শীত যতদিন রয়েছে ততদিন অব্যাহত থাকবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়