Tuesday, January 1

কানাইঘাটে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই

নিজস্ব প্রতিবেদক:
সকাল ১০টা। পৌরসভার ফাটাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন জামা পরে সহপাঠীদের সাথে ছোটাছোটি করছিলো তৃতীয় শ্রেণির ছাত্রী রুহামা বেগম। চোখে মুখে হাসির ঝিলিক। আনন্দ আর হাসির কারণ জানতে চাইলে রুহামা বলে- আপনি জানেন না, আজ আমরা নতুন বই পাব। নতুন বই পাওয়ার আনন্দে রুহামার মত অন্যান্য শিক্ষার্থীদেরও চোখে মুখে ছিলো নতুন বইয়ের হাসি।

উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার কানাইঘাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে আনন্দে উজ্জীবিত ছিলো শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে ঝলমলে বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের যেন আনন্দের শেষ নেই। সবার হাতে হাতে নতুন বই। 

উপজেলার বিভিন্ন স্কুলে গিয়ে দেখা যায়, নতুন বই নিতে সকাল থেকেই ছোট ছোট সোনামণিরা স্কুলের বারান্দায় ভিড় করছে। সবার মুখে হাসি আর হাসি। নতুন বই পাবে তারা। এ যেন ঈদের আনন্দ। বিনামূল্যে বই বিতরণ উপলক্ষে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠানের আয়োজনও করা হয় ।

পাঠ্যবই বিতরণ উপলক্ষে মঙ্গলবার কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল কমিটির সভাপতি হাজী আব্দুল মালিকের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক বশিরুল হকের পরিচালনায় পাঠ্য বই বিতরণ অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান। 

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লূসিকান্ত হাজং,বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব(ভারঃ), সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধর, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো.শাখাওয়াত হোসেন, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বিলাল আহমদ প্রমূখ।

এছাড়াও বই বিতরণ উপলক্ষে পৌরসভার ফাটাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উতসবের আয়োজন করা হয়। স্কুল কমিটির সভাপতি ছয়ফুল আলমের সভাপতিত্বে উক্ত বই উতসবে  বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছমসের আলম,সহকারি শিক্ষক মিলন কান্তি দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।

কানাইঘাট নিউজ ডটকম/০১ জানুয়ারি ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়