Monday, December 10

সিলেট-৫ আসনে কে কোন প্রতীক পেলেন?

কানাইঘাট নিউজ ডেস্ক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সিলেট জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রতীক বরাদ্দ শুরু করেন রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম। বেলা পৌনে ১২টার দিকে সিলেট-৫ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সিলেট-৫ আসনে প্রতীক বরাদ্দ পেলেন বাংলাদেশ আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার(নৌকা), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র উবায়দুল্লাহ ফারুক(ধানের শীষ), জাতীয় পার্টির সেলিম উদ্দিন(লাঙ্গল), ইসলামী ঐক্যজোট (আইওজে) এম এ মতিন চৌধুরী (মিনার), বাংলাদেশ মুসলিম লীগের মো. শহিদ আহমদ চৌধুরী (হারিকেন), ইসলামি আন্দোলন বাংলাদেশ’র মো. নুরুল আমিন (হাত পাখা), গণ ফোরাম’র মো. বাহার উদ্দিন আল রাজী (উদীয়মান সূর্য), স্বতন্ত্র থেকে ফয়জুল মুনির চেীধুরী(সিংহ)। উল্লেখ্য যে, প্রতীক নিয়ে আজ থেকেই প্রার্থীরা প্রচারণার কাজ শুরু করবেন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার কাজ শুরু করতে হবে। আর এই প্রচারণার কাজ বন্ধ করতে হবে ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়