Monday, December 10

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে সিলেটে র‌্যালি

কানাইঘাট নিউজ ডেস্ক: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট বিভাগের  উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সিলেট জেলা পরিষদের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদের সামনে এসে এক সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে শেষ হয় ।

হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেটের বিভাগীয় সভাপতি এডভোকেট ডা. দিলিপ কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে ও দিলোয়ার হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, সংস্থার সহ-সভাপতি আলাউদ্দিন আহমদ মুক্তা, শরিফুল ইসলাম, এডভোকেট সাধন চন্দ্র পাল, জিল্লুল হক। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শিহাব আহমদ, বাহা উদ্দিন, অনিল চন্দ্র দেবনাথ, তোফায়েল আহমদ চৌধুরী, রুমেল খান, আজমল আলী, রতনা বেগম, ফাহিম আহমদ, সানি চৌধুরী, তুহিন আহমদ, জয়নাল আবেদীন, শেবি বেগম জান্নাত, এম এ কাশেম, আবুল হাসনাত, আব্দুস সামাদ, এ. কে কামরুজ্জামান মাসুম, শাহজাহান, লিটন পাল, নুরুন নাহার বেবী, শাকিব খান প্রমুখ।

কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/ ১০ ডিসেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়