কানাইঘাট নিউজ ডেস্ক:
চলতি বছরকে যদি বলিউডের বিয়ের বছর বলা হয়, তাহলে নির্দ্বিধায় প্রেমের বছরও বলা চলে। কারণ বিয়ের পাশপাশি বেশ কিছু প্রেমও খবরের শিরোনাম হয়েছে। এরমধ্যে কেউ কেউ সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন , আবার কেউ ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। চলতি বছর বলিউডের এমন কয়েকটি প্রেমের খবর জানা যাক-
রণবীর কাপুর-আলিয়া ভাট
দু’জনের কেউই কিন্তু এখনো প্রকাশ্যে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন। দু’জন প্রায়ই রেস্তোরাঁয় একসঙ্গে খেতে যাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হচ্ছেন, এমনকি পারিবারিক সম্পর্কও ঘনিষ্ঠ করছেন। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং ফ্লোর থেকেই নাকি রণবীর-আলিয়ার ঘনিষ্ঠতা বাড়ে। অবশ্য তাঁরা স্বীকার না করলেও, কিছুদিন আগে আলিয়ার বাবা পরিচালক মহেশ ভাট দুজনের মধ্যে সম্পর্কের কথা প্রকাশ করেছেন।
টাইগার শ্রফ- দিশা পাটানি
আলিয়া-রণবীরের মতো তাঁদের দু’জনেরও একই অবস্থা। ‘বাঘী’ ছবিতে জুটি গড়তে গিয়েই ঘনিষ্ঠতা বাড়ে টাইগার-দিশার। যদিও ক্যামেরায় তাঁদের ঘনিষ্ঠতার কোনো ছবি সেভাবে প্রকাশ পায়নি। তবে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে যাওয়া এবং দুই পরিবারের মধ্যে উষ্ণ সম্পর্ক গড়ে উঠেছে বলে খবর প্রকাশিত হয়। সম্প্রতি টাইগার ও তাঁর বোন কৃষ্ণা শ্রফকে নিয়ে দিশার নৈশভোজে যাওয়ার কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
অর্জুন কাপুর-মালাইকা আরোরা
চলতি বছরের অন্যতম আলোচিত প্রেমিক জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। আলোচনার অন্যতম কারণ তাঁদের বয়সের ব্যবধান। ৪৫ বছর বয়সী মালাইকার চেয়ে অর্জুন ১২ বছরের ছোট। তার উপর আবার অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিবাহিত অবস্থায় অর্জুনের সঙ্গে পরকীয়ায় জড়ানোর অভিযোগ রয়েছে মালাইকার বিরুদ্ধে। তবে অর্জুন-মালাইকা প্রেমের কথা মুখে স্বীকার না করলেও স্পষ্ট ইংগিত দিচ্ছেন। মালাইকা নিজের গলার লকেটে অর্জুনের নামও ঝুলিয়েছেন। তাছাড়া প্রায় প্রতিদিনই তাঁদের একসঙ্গে সময় কাটানোর ছবি প্রকাশ্যে আসছে।
আরবাজ খান- জর্জিয়া আন্দ্রিয়ানি
আরবাজও চলতি বছর নতুন প্রেম খুঁজে নেন। মালাইকা আররার সঙ্গে বিচ্ছেদের পর ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানি প্রেমে জড়ান আরবাজ। সম্পর্কের কথা গণমাধ্যমের কাছে স্বীকারও করেন। প্রায়ই খান পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় আন্দ্রিয়ানিকে। শোনা যায়, আগামী বছর বিয়ের পরিকল্পনা করছেন দু’জন।
সুস্মিতা সেন-রহমান শল
গত সেপ্টেম্বরে মডেল রহমান শলের সঙ্গে বলিউড তারকা সুস্মিতা সেনের প্রেমের গুঞ্জন উঠে। সে সময় একসঙ্গে তাঁদের কিছু ছবি ছড়িয়ে পড়লে গুঞ্জন জোরালো হয়। তবে ২৭ বছর বয়সী রহমানের প্রতি অনুরাগের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন ৪৩ এর সুস্মিতা। বয়সের ব্যবধানের কারণে মালাইকা-অর্জুনের মতো তাঁরাও সমান আলোচনায়।
অয়ন মুখার্জী-মৌনী রায়
পরিচালক অয়ন মুখার্জীর সঙ্গে ‘গোল্ড’ খ্যাত অভিনেত্রী মৌনি রায়ের প্রেমের খবর প্রকাশ্যে আসে চলতি বছর দুর্গা পূজায়। মৌনির এবারের পূজা অয়নের কলকাতার বাড়িতেই কাটে। এরপর থেকে তাঁদের একসঙ্গে সময় কাটানোর খবর প্রকাশ্যে আসতে থাকে। অয়নের পরবর্তী ছবি ‘ব্রহ্মাস্ত্র’-তে রণবীর-আলিয়ার সঙ্গে মৌনিকেও দেখা যাবে।
অর্জুন রামপাল- গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদিস
স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে অর্জুনের ২০ বছরের দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ বলিউডে বেশ আলোচনার জন্ম দেয়। এরপরই অর্জুন দক্ষিণ আফ্রিকার মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদিসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। যদিও মুখ ফুটে কিছু স্বীকার করেননি অর্জুন। তবে বিভিন্ন রেস্তোরাঁয় তাঁদের নৈশভওজে যাওয়ার মুহূর্ত ধরা পড়ে ছবি শিকারিদের ক্যামেরায়। তাছাড়া গ্যাব্রিয়েলাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্জুনের সঙ্গে বিভিন্ন ছবিতে লাভ ইমোজি এবং ক্যাপশনে ‘এন্ডলেস লাভ’ লিখতেও দেখা যায়।
ফারহান আখতার- শিবানী দান্ডেকার
গত বছর স্ত্রী অধুনা ভবানির সঙ্গে বিচ্ছেদ ঘটান অভিনেতা ও পরিচালক ফারহান আখতার। এ বছর সংগীতশিল্পী শিবানী দান্ডেকারের মধ্যে খুঁজে পান নতুন প্রেম। বছরের মাঝামাঝি সময়ে ইনস্টাগ্রামে গায়িকা শিবানী দান্ডেকারের সঙ্গে ফারহান বেশ কয়েকটি ছবি প্রকাশ করলে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেখানে দু’জনকে হাত ধরাধরি করে হাঁটতে দেখা গেছে। যদিও তখন বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন ফারহান। গত ১৭ নভেম্বর শিবানীর সঙ্গে অন্তরঙ্গভাবে বসে থাকার ছবি প্রকাশ করে প্রেমের কথা স্বীকার করেন এবং গুঞ্জন থামান।
হর্ষবর্ধন রেনে-কিম শর্মা
চলতি বছরের একেবারে শেষ দিকে এসে প্রেমের কথা স্বীকার করেছেন ‘সানাম তেরি কসম’ খ্যাত অভিনেতা হর্ষবর্ধন রেনে। তাঁর প্রেমিকা ‘মোহাব্বতে’ খ্যাত অভিনেত্রী কিম শর্মা। সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে কিম শর্মার সঙ্গে সম্পর্কের কথা জানান হর্ষবর্ধন। তিনি ৩৮ বছর বয়সী কিম শর্মার তিন বছরের ছোট।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়