Friday, December 21

রেকর্ড করে জয় আনল বাংলাদেশ!

কানাইঘাট নিউজ ডেস্ক:
ব্যাটিং আর বোলিং- দুটোতে এক সঙ্গে সর্বোচ্চ পারফরমেন্স দিতে পারলে বাংলাদেশ যে কোন দলের বিরুদ্ধে জয়ের স্বাদ দেখবে- ক্রিকেটবোদ্ধাদের এই কথা আজকে আরেকবার প্রমাণিত হলো মিরপুরে। একাধিক মাইলফলক ছুঁয়ে উইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের সম্ভবনা এখনও বাঁচিয়ে রাখল টাইগাররা। ১৯.২ ওভারে ১৭৫ ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে। ৩৬ রানে জয় পায় বাংলাদেশ। সাকিব-মাহমুদউল্লাহর ৫ম উইকেটে ৯১ রানের পার্টনারশিপ এবং লিটন দাশের ৩৪ বলে ৬০ রানের ঝড়ো ইনিংসে মিরপুরের ২য় টি-২০ তে ২১১ রান করেছে বাংলাদেশ। এটি বাংলাদেশের টি-২০তে ২র সর্বোচ্চ রান। এর আগে এই বছররেওই মার্চ মাসে কলম্বোতে লঙ্কানদের বিরুদ্ধে বাংলাদেশ ১৯.৪ ওভারে ২১৫/৫ স্কোর করে। শুরুটা ভালো ছিল বাংলাদেশের জন্য যদিও প্রথমে বোলিং করাটাকেই সুবিধাজনক মনে করত। কিন্তু তাতেই বা কি? ব্যাটিং এ যখন মারকুটে ব্যাটসম্যানরা তখন ভয়ের কারণ কি আর? শুরুটা ভালো করেও বেশিদূর এগোতে পারেন নি তামিম ইকবাল। ১৬ বলে ১৫ রান করে অ্যালেনের বলে কট্রেলের তালু বদ্ধ হলেন তিনি। তারপর হাল ধরেন লিটন দাস ও সৌম্য সরকার। ২৬ বলে নিজের অর্ধশতক পূরণ করে স্টেডিয়াম মাতিয়ে রেখেছিলেন লিটন দাস। তাকে সঙ্গ দেয় সৌম্য সরকার। কট্রেলের বলে আউট হবার আগে পর্যন্ত ২২ বলে ৩২ রান করেন তিনি। কিন্তু দুর্ভাগ্য একই ওভারের শেষ বলে লিটনকেও ফেরত পাঠান কট্রেল। ভালো পার্টনারশিপের আশা ছিল সাকিব-মুশফিকের কাছে। কিন্তু উন্ডিজদের কৌশলে স্বপ্ন ভঙ্গ করে মাত্র ১ রানে ফিরে যান মুশফিক। কিন্তু ইতিহাসটা লেখা দরকার ছিল আর তাই সাকিব-মাহমুদউল্লাহ জুটির আবির্ভাব ঘটল মাঠে। ৫ম উইকেটে ৯১ রানের পার্টনারশিপ করে বাংলাদেশকে নিয়ে যায় রেকর্ড রানের মাইলফলকে। ৪১ বলে ৮৯ রানের জুটি গড়েন দুইজন। সাকিব ২৬ বলে ৪২ এবং রিয়াদ ২১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। বোলিং এর শুরুটাও ভালো ছিল টাইগারদের। বিশাল রানের পাহাড় সামনে রেখে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইস ও শাই হোপ দুইজনের সামনে পরীক্ষাটা ছোট ছিল না । কিন্তু শুরুতেই হোঁচট খায়। আবু হায়দার রনির ২য় ওভারের প্রথম বলে ক্যাচ তুলে দিয়ে সাজ ঘরে ফিরে যান এভিন লুইস। নিকোলাস পুরানকে ১৪ রানে সাকিব আর পরের ওভারে বিধ্বংসী সাই হোপকে ৩৬ রানে মিরাজ সাজ ঘরে ফেরত পাঠালে ধসে পড়ে উন্ডিজদের ব্যাটিং অর্ডার। তারপর একই ওভারে শিমরন হেটমেয়ার ও ড্যারেন ব্র্যাভো দুইজনকেই ফেরত পাঠান সাকিব। হেটমেয়ার ১৭ বলে ১৯ আর ব্রাভো ৩ বলে ২ রান করে আউট হোন। এরপরের পালাটা শুধু আসা-যাওয়া যদিও অপর প্রান্তে টিকে ছিলেন পাওয়েল। উন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাফেটকে ৮ রানে এবং ফ্যাবিয়েন অ্যালেনকে শূন্য রানে বোল্ড আউট করে নতুন রেকর্ড করেন সাকিব। ২১ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। তারপর আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নি টাইগারদের। মুস্তাফিজুর রহমান কিমো পলকে আউট করে উইকেটের খড়া কাটান। আর তারপর ৫০ রান করা পাওয়েলকে আউট করলে জয় নিশ্চিত হয় টাইগারদের। শেষ ওভারে মাহমুদউল্লাহ থমাসকে আউট করলে উন্ডিজদের ইনিংস ১৭৫ রানে গুটিয়ে যায়। ২১ রানে ৫ উইকেট নিয়ে আর অপরাজিত ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হোন সাকিব আল হাসান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়