Saturday, December 22

`সব লাঙ্গল নৌকায়` তুলে নিবেন; সিলেটে প্রধানমন্ত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক:
সব লাঙল নৌকায় তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে তার মন্তব্য, 'আপাতত লাঙ্গল মার্কায় ভোট দেন, নির্বাচন পরে সকল লাঙ্গলকে নৌকায় নিয়ে আসবো'। শনিবার (২২ ডিসেম্বর) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। সিলেট বিভাগের ১৯ আসনের মহাজোট মনোনীত সকল প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার সময় সিলেট-২ আসনে মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এহিয়া চৌধুরীকে পরিচয় করিয়ে দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, 'যদিও তার মার্কা লাঙ্গল, তবুও তাকে লাঙ্গল মার্কায় ভোট দিন। নির্বাচন শেষে সব লাঙ্গলকে নৌকায় নিয়ে আসবো।' এ সময় তিনি মৌলভীবাজার-২ আসন থেকে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের বিকল্প ধারার প্রার্থী এমএম শাহীনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, 'ধানের শীষের লোককে নৌকায় তুলে নিয়ে এসেছি।' প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন। এরপর আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী মোট ৩০ মিনিট বক্তব্য রাখেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়