কানাইঘাট নিউজ ডেস্ক:
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগন ধান কেটে নৌকায় তুলবে। শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে। তাই জনগন নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা কে নৌকা উপহার দেবে।
মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জের তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আ’লীগের নির্বাচনী জনসভা এ সব কথা বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আলহাজ্ব মোহাম্মদ নাসিম ।
জনসভায় উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও ১৪ দলের অন্যতম সদস্য সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী, ম,ম আমজাদ হোসেন মিলন, আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী ডাঃ অধ্যাপক আব্দুল আজিজ, জেলা আ’লীগের সহ সভাপতি আবু ইউসুব সুর্য, ইসহাক আলী,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, তাড়াশ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার,সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান লাবুু, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী ,ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ জনসভায় স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, দেশের উন্নয়ন চাইলে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়