নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বৃহস্পতিবার কানাইঘাটের বিভিন্ন হাট-বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তার সাথে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে লাঙ্গল প্রতীকের জন্য সবার কাছে ভোট প্রার্থনা করেন। এছাড়া সেলিম উদ্দিন এমপি কানাইঘাট চতুল বাজার, সুরইঘাট বাজার, ভবানীগঞ্জ বাজার, সড়কের বাজার, বীরদল বাজারে লাঙ্গল মার্কার নির্বাচনী অফিস উদ্ধোধন ও কানাইঘাট বাজার সহ বিভিন্ন হাট বাজারে সর্বস্থরের ভোটারদের সাথে গণসংযোগ, নির্বাচনী মিছিল সহ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। লাঙ্গল প্রতীকের একাধিক নির্বাচনী অফিস উদ্ধোধনকালে সেলিম উদ্দিন এমপি বলেন, বিগত ৫ বছর কানাইঘাট ও জকিগঞ্জের মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। সবসময় নির্বাচনী এলাকার মানুষের কল্যাণ করেছি কারো প্রতি অবিচার করিনি, যার কারণে গ্রামে গঞ্জে আজ লাঙ্গলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সর্বস্থরের ভোটাররা উন্নয়ন ও শান্তির পক্ষে আমার প্রতি ব্যাপক জনসমর্থন জানাচ্ছেন। ৩০ তারিখ লাঙ্গলের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি সিলেট-৫ আসনের নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, ভোটাররা যাকে ভোট দিবেন তিনি বিজয়ী হবেন। বিকেল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত কানাইঘাটের বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় সেলিম উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন, জাতীয়পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদ জেলা জাপার আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুর রহিম, জেলা জাপা নেতা ইকবাল হোসেন, কানাইঘাট উপজেলা জাপার আহবায়ক আলা উদ্দিন মামুন, সাবেক সভাপতি সিরাজুল হক, উপজেলা জাপার সদস্য সচিব শামীম উদ্দিন, জাপা নেতা বাবুল আহমদ,মাস্টার আব্দুল মালিক, সাবেক পৌর কাউন্সিলর হাজী আব্দুল মালিক, কিউএম ফররুখ আহমদ ফারুক,কামরুজ্জামান কাজল, হারুন রশিদ, গিয়াস উদ্দিন, মোহাম্মদ আলী, রফিকুল আম্বিয়া, আফতাব উদ্দিন আতাই, ইউপি সদস্য অলিউর রহমান, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম সহ বড়চতুল, লক্ষীপ্রসাদ পশ্চিম, কানাইঘাট পৌরসভা, সাতবাঁক, কানাইঘাট সদর ও ৩নং দিঘীরপার ইউনিয়ন জাপা ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কানাইঘাট নিউজ ডটকম/১৩ ডিসেম্বর ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়