মহান বিজয় দিবস ২০১৮ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সভাকক্ষে অনুষ্টিত হয়। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে প্রস্তুতি সভায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে দিবসের সূচনা লগ্নে সূর্যদ্বয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্বাঞ্জলী ,দিবসের অন্যান্য অনুষ্ঠানমালা পালনের লক্ষে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন, উপজেলা জাপার আহ্বায়ক আলা উদ্দিন মামুন, ভেটেনারী সার্জন ডাঃ মাসুদ আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভাঃপ্রাঃ) শাহিন মাহবুব, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ব্যাংক ও এনজিও প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
কানাইঘাট নিউজ ডটকম/২৯ নভেম্বর ২০১৮
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়