Thursday, November 29

মাওলানা উবায়দুল্লাহ ফারুক হাসপাতালে ভর্তি, দোয়া কামনা

কানাইঘাট নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী দেশের প্রবীণ আলেম শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টায় তাকে সিলেট নগরীর উইমেন্স মেডিকেলে ভর্তি করা হয়। সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী জানান, মাওলানা উবায়দুল্লাহ ফারুক গত সোমবার সিলেট-৫ আসনে মনোনয়নপত্র জমা দিতে ঢাকা থেকে সিলেটে আসেন। আসার পর থেকে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। বুধবার মনোনয়ন দাখিলে শেষ দিনে তিনি দলীয় নেতাকর্মীকে নিয়ে নমিনেশন দাখিল করেন। আজ বৃহস্পতিবার দুপুরের ফ্লাইটে তিনি ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু আকষ্মিক তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার আশু রোগমুক্তি এবং নির্বাচনী মাঠে দ্রুত ফিরে আসার জন্য পরিবার ও সিলেট জেলা জমিয়তের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

শেয়ার করুন

1 comment:

  1. মহান আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করুন

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়