Sunday, October 28

কানাইঘাট রাজাগঞ্জ ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কানাইঘাট উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজগঞ্জ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কানাইঘাট উপজেলা যুবলীগের অাহবায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-অাহবায়ক এস.এম মাহবুবুল আম্বিয়ার পরিচালনায় যুবলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের অাহবায়ক আব্দুল আজিজ , উপজেলা আওয়ামী লীগ নেতা সুহেল মেম্বার, ইউপি আওয়ামী লীগের যুগ্ম-অাহবায়ক বিজয় দাস, সুহেল রানা চৌধুরী, মাহবুবুল হক চুন্নু, আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক, লুৎফুর রহমান, ফখরুল ইসলাম, আব্দুল হাসনাত, উপজেলা যুবলীগের যুগ্ম-অাহবায়ক গোলাম মুস্তফা রাসেল। 

বক্তব্য রাখেন যুবলীগ নেতা হামযা হেলাল, সুহেল চৌধুরী, নাজমুল ইসলাম, ইসমাইল আলী, দেলোয়ার, নাছির, হাবিব, রুবেল, ছাত্রনেতা এমাদুর রহমান, তারেক আহমদ, মাহমুদুল হাসান, জাকের আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা শহিদুল ইসলাম, রুপক দাস, গোলাম মৌলা, জয়নাল, জালাল উদ্দিন প্রমুখ।

বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুণরায় আওয়ামী লীগ কে ক্ষমতায় এনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে নির্বাচনী মাঠে যুবলীগ কে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে। কানাইঘাটের ঘরে ঘরে যুবলীগের সাংগঠনিক কার্যক্রম পৌছে দিতে এখন থেকে মাঠে ময়দানে যুবলীগের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে সংগঠনের কার্যক্রম শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের প্রতি অাহবান জানানো হয়।

কানাইঘাট নিউজ ডটকম/২৮ অক্টোবর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়