Friday, October 5

কানাইঘাটে নদীর ভাঙন রোধে মানববন্ধন কাল

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সুরমা ও লোভা নদীর অব্যাহত ভাঙ্গনে কানাইঘাট ডালাইচর থেকে আমরীখাল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে মারাত্মক ভাঙ্গন দেখা দিয়েছে। প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে সুরমা ডাইকের রাস্তা ও বাড়ি-ঘর। ভাঙ্গন প্রতিরোধে দ্রুত সরকারি উদ্যোগ গ্রহণের দাবিতে আগামীকাল শনিবার সুরমা ও লোভা নদীর তীরে ১০ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন কর্মসূচী পালিত হবে।
নদী ভাঙ্গনের শিকার এলাকার ৬টি গ্রামের উদ্যোগে সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এ নিয়ে এলাকার মানুষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। নদী ভাঙ্গন প্রতিরোধে এ মানববন্ধন সফল করার জন্য ইতিমধ্যে এলাকা জুড়ে ব্যাপক মাইকিং করা হচ্ছে। নদী ভাঙ্গনে শিকার স্থানীয়রা জানিয়েছেন, সুরমা ও লোভা নদীর অব্যাহত ভাঙ্গনে এলাকার বিভিন্ন গ্রামের ফসলী জমি বাড়ী-ঘর, রাস্তা-ঘাট প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে। এব্যাপারে কোন ধরনের কার্য্যকরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
নদী ভাঙ্গনের সচিত্র সরকারের কাছে তোলে ধরার জন্য এ মানববন্ধন আয়োজন করা হয়েছে বলে স্থানীয় এলাকাবাসী জানান।
কানাইঘাট নিউজ ডটকম/০৫অক্টোবর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়