নিজস্ব প্রতিবেদক:
আন্তঃ উপজেলা মুহিতকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটের ক্রীড়ামোদীদের নিয়ে এক প্রস্তুতি সভা আজ বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে আগামী ১৪ অক্টোবর থেকে সিলেট জেলা ষ্টেডিয়ামে আন্তঃ উপজেলা মুহিতকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার শক্তিশালী ফুটবলদল গঠন সহ খেলোয়াড়দের প্রশিক্ষণ গ্রহণ সহ সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফুটবল টিমের খেলোয়াড় বাছাই সহ টিম ম্যানেজম্যান্ট কে পরিচালনা করার লক্ষ্যে উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ যুবক্রীড়া সংগঠক নাজমুল ইসলাম হারুনকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট খেলোয়ার বাছাই কমিটি গঠন করা হয়। উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক ক্রীড়া সংগঠক জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা রিংকু চক্রবর্তী, যুব নেতা আব্দুল হেকিম শামীম, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম হারুন, সদস্য সাবেক কৃতি খেলোয়াড় এনামুল হক, ক্রীড়া সংস্থার সদস্য কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রেসক্লাবের সহ-সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুন নূর, শ্রমিক নেতা জসিম উদ্দিন, উপজেলা খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি কৃতি ফুটবলার হাবিব উল্লাহ, ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল হোসেন, মুমিন রশিদ, প্রবাসী কমিউনিটি নেতা জসিম উদ্দিন, কৃতি ফুটবলার আশরাফ চৌধুরী প্রমুখ। সভায় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ বলেন, কানাইঘাটের ক্রীড়াঙ্গন আর পিছিয়ে নয়। বিশেষ করে আমাদের প্রতিভাবান ফুটবলাররা বিভিন্ন টুর্ণামেন্টে অংশগ্রহণ করে কানাইঘাট বাসীর মুখ কে উজ্বল করেছেন। সদ্য সমাপ্ত জাতির পিতা অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে কানাইঘাটের ফুটবল দল রানার্সআপ হয়েছে। মুহিত কাপে অংশগ্রহণের লক্ষ্যে সবধরনের স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে শক্তিশালী ফুটবল দল গঠন করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তিনি সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান।
কানাইঘাট নিউজ ডটকম/০৪ অক্টোবর ২০১৮
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়