Monday, September 10

যৌন কেলেঙ্কারির অভিযোগে যুক্তরাষ্ট্রের সিবিএস প্রধানের পদত্যাগ

ডেস্ক : যুক্তরাষ্ট্রের ‍বৃহৎ মিডিয়া গ্রুপ সিবিএসের প্রধান লেস মুনভেস যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর তাৎক্ষণিক পদত্যাগ করেছেন। সিবিএসের ম্যাগাজিন দ্য নিউ ইয়র্কারে গত জুলাইয়ে ৬৮ বছর বয়সি মুনভেসের বিরুদ্ধে প্রথম যৌন নিপীড়নের অভিযোগ উঠে। নতুন করে গত রোববার আরো ছয়জন নারী তার বিরুদ্ধে অভিযোগ তুললে তিনি তাৎক্ষণিক পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে সিবিএস। তবে মুনভেস তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে এটিকে ‘হতবুদ্ধকর’ বলে আখ্যায়িত করেছেন। এদিকে, সিবিএস ও মুনভেস জানিয়েছেন, তারা ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনকে সমর্থন করে ২০ মিলিয়ন ডলার দান করবেন। রোববার সিবিএসের এক বিবৃতিতে জানানো হয়, মুনভেস চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইওর পদ থেকে তাৎক্ষণিক পদত্যাগ করবেন। জোসেফ আইয়ানেইলো পরবর্তী প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। তথ্যসূত্র: বিবিসি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক