
নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিপক্ষের হামলায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আবুল কালাম চৌধুরী (২৮) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, গত রবিবার রাতে কালাম চৌধুরীর সাথে রাজাগঞ্জ ইউনিয়নের মির্জারগড় গ্রামের আব্দুর রকিবের পুত্র সাদেকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার সাড়ে ৯টার দিকে সাদেক ও আনা মিয়ার পুত্র আলমগীর সহ তাদের কয়েকজন সহযোগী একই গ্রামের ব্যবসায়ী রাজাগঞ্জ বাজারের মাস্টার ভেরাইটিজ ষ্টোরের মালিক আবুল কালাম আজাদ কে তাহার দোকানে অতর্কিত ভাবে হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত আহত করে। আশংকাজনক অবস্থায় এ ব্যবসায়ী কে উদ্ধার করে বাজারের ব্যবসায়ীরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় কানাইঘাট থানায় আহত ব্যবসায়ী আবুল কালাম চৌধুরীর ভাই মাস্টার আবু তাহের চৌধুরী বাদী হয়ে সোমবার অভিযোগ দায়ের করার পর থানার এসআই আবু কাওছার ঘটনাস্থল তাৎক্ষনিক পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানা গেছে।
কানাইঘাট নিউজ ডটকম/২৪সেপ্টেম্বর ২০১৮
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
এই ন্যাক্কারজনক হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি
ReplyDelete