Monday, September 24

আব্দুল হাই কানাইঘাটের শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এডভোকেট আব্দুল হাই প্রাথমিক পর্যায়ে কানাইঘাটের শ্রেষ্ঠ (এসএমসির) সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ উপলক্ষে সোমবার কানাইঘাট উপজেলা শিক্ষা কমিটির এক সভায় যাচাই-বাছাই করার পর কর্ম দক্ষতা স্বরূপ ঐতিহ্যবাহী ছোটদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাই কে কানাইঘাট উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক সরকারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাই দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। এলাকায় শিক্ষার প্রসারে তার অগ্রনী ভূমিকা রয়েছে। তিনি ঐতিহ্যবাহী কানাইঘাট ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজন শিক্ষানুরাগী সদস্য।  আব্দুল হাই ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর কানাইঘাট জোনাল অফিসের বর্তমানে ইনচার্জের দায়িত্ব পালন করছেন।

কানাইঘাট নিউজ ডটকম/২৪সেপ্টেম্বর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক