নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পাথর ব্যবসায়ী সমিতি,কানাইঘাট শাখার দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল বুধবার সমিতির কার্যালয় কানাইঘাট খেয়াঘাট বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত হবে। পাথর ব্যবসায়ীদের এ ছোট নির্বাচন ঘিরে রীতিমতো উৎসবের আমেজ তৈরী হয়েছে। প্রার্থীদের ও পোষ্টারে ছেয়ে গেছে বাস স্ট্যান্ড এলাকা। ৯টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেছেন। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে প্রার্থীরা বিজয়ী হতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। মর্যাদার লড়াইয়ে সবাই বিজয়ী হতে চান। পাথর ব্যবসায়ী সমিতির এ সংগঠনের বড় ধরনের মূলধন পুঁজি রয়েছে। এবারের নির্বাচনে প্রার্থীরা বিজয়ী হতে মরিয়া হয়ে উঠেছেন। টাকার খেলা ও চলছে। নির্বাচনে সভাপতি পদে হাবিব আহমদ (চাকা),আব্দুল মালিক মানিক(ছাতা),সহ-সভাপতি পদে আব্দুল মালিক(ঘড়ি),আব্দুন নূর(মাছ),সাধারণ সম্পাদক পদে হাজী জসিম উদ্দিন(ডাব),বাবুল আহমদ(আনারস),মখলিছুর রহমান(চেয়ার),সহ-সাধারণ সম্পাদক পদে ময়নুল হক(ফ্যান),এনামুল হক(মোমবাতি),দপ্তর সম্পাদক পদে আব্দুল মুমিন(গোলাপ ফুল),আমিনুল ইসলাম(মোবাইল ফোন),রুহুল আমিন(কলম),কোষাধ্যক্ষ পদে আব্দুল মজিদ(প্রজাপতি),এবাদুর রহমান হেলাল(মোটরসাইকেল) এবং সদস্য পদে বাহার উদ্দিন(মই),ফয়েজ আহমদ(ফুটবল)ও ফখর উদ্দিন (আম) প্রতীক নিয়ে লড়ছেন। নির্বাচনে তালিকাভূক্ত সমিতির ৬৯জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা।
কানাইঘাট নিউজ ডটকম/২৫সেপ্টেম্বর ২০১৮
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়