Sunday, September 23

কানাইঘাট ফুটবল দলকে সংবর্ধনা দেবে উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সিলেট জেলা পর্যায়ের খেলায় কানাইঘাট উপজেলা ফুটবল দল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করায় ফুটবল দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা দেবে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা। আগামী বুধবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। এতে যথাসময়ে উপজেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত নেতৃবৃন্দ এবং সুধীজন কে উপস্থিত থাকার জন্য সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ আহবান জানিয়েছেন। 

প্রসঙ্গত যে, বঙ্গবন্ধু (অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কানাইঘাট উপজেলা ফুটবল দল পুরো টুর্নামেন্টে নৈপূণ্য দেখিয়ে গত শনিবার সিলেট আব্দুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে ফাইনাল খেলায় শক্তিশালী বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের সাথে ১-০ গোলে এগিয়ে থাকার পরও ফাইনাল খেলায় ২-১ গোলে পরাজিত হয় কানাইঘাট উপজেলা ফুটবল দল। ফাইনাল খেলায় মাঠে বসে খেলোয়াড়দের উদ্দীপনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিলেট প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক এমএ হান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, এনটিভির সিলেটের ব্যোরো চীফ, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাংবাদিক এ্যাডঃ মইনুল হক বুলবুল, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল হোসেন, যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা আব্দুল আউয়াল, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, সাবেক কৃতি ফুটবলার ও ক্রীকেটার ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক মোঃ আব্দুন নূর সহ কানাইঘাটের নানা শ্রেনী পেশার লোকজন ও ক্রীড়ানুরাগী। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা সহ সবাই ফুটবল টিমের এ সাফল্যে টিমের সকল খেলোয়াড় কর্মকর্তা সহ সকল ক্রীড়ামোদী কে শুভেচ্ছা জানিয়েছেন।

কানাইঘাট নিউজ ডটকম/২৩সেপ্টেম্বর২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক