নিজস্ব প্রতিবেদক:
“তথ্য প্রযুক্তি ব্যবহার করি- সমৃদ্ধশালী দেশ গড়ি” শ্লোগান নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক কানাইঘাট উপজেলা পোস্ট অফিস-৩১৮০ এর ৩ মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা ইন সফটওয়্যার এ্যাপ্লিকেশন কোর্সের সমাপনী পরীক্ষা ২০১৮ আজ শনিবার কানাইঘাট মনসুরিয়া কামিল মাদরাসায় অনুষ্টিত হয়। পরীক্ষায় ৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ ডাক বিভাগ সিলেট বিভাগীয় কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক। পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন পোস্ট অফিস পরিদর্শক মোঃ আব্দুল কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট ডিভিশনাল পোস্ট অফিসের কর্মকর্তা মোঃ শরীফ আহমদ, কানাইঘাট উপজেলা পোস্ট মাস্টার মোঃ আব্দুল বাছিত, উপজেলা পোস্ট-ই-সেন্টারের পরিচালক মাহবুবুর রহমান, রুহেল আহমদ, নুরুল আলম লিটন, মিছবাহুল ইসলাম প্রমুখ। নেতৃবন্দ বলেন রূপকল্প-২০২১ বাস্তবায়নে বাংলাদেশ ডাক বিভাগ অঙ্গীকারবদ্ধ সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দেশের শিক্ষিত বেকার, যুবক-যুবতী এবং শিক্ষার্থীদের কম্পিউটার কোর্সের মাধ্যমে ভবিষ্যতে নিজেদের গড়ে তোলার জন্য ডাক বিভাগ কাজ করে যাচ্ছে।
কানাইঘাট নিউজ ডটকম/২৩সেপ্টেম্বর ২০১৮
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়