Thursday, September 20

র‍্যাঙ্কিংয়ে একধাপ এগোল বাংলাদেশ


 কানাইঘাট নিউজ ডেস্ক :
সাফ ফুটবলে টানা দুই ম্যাচ জিতেও গ্রুপপর্বে শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের টুর্নামেন্ট। ওই দুই  ম্যাচের সাফল্যেই র‍্যাঙ্কিংয়ে একধাপ এগোল বাংলাদেশের ফুটবল।


সাফের আগে বাংলাদেশের ফুটবল দলের ফিফা র‍্যাঙ্কিং ছিল ১৯৪। টুর্নামেন্টের গ্রুপপর্বে ভুটান ও পাকিস্তানের বিপক্ষে জয়ের পর নেপালের কাছে হার, তাতে সেমিতে ওঠা হয়নি জেমি ডের দলের। দুই জয়ে একধাপ এগিয়ে বর্তমানে ১৯৩তম স্থানে লাল-সবুজের দল।

ফুটবলের শীর্ষস্থানে যুগ্মভাবে আছে বেলজিয়াম ও বিশ্বকাপজয়ী ফ্রান্স। ইউরোপের দুই জায়ান্টের পরে অবস্থান ব্রাজিলের। আর আর্জেন্টিনার অবস্থান সেরা দশের ঠিক পরেই, অর্থাৎ ১১তে।

সাফ অঞ্চলের দলগুলোর মধ্যে যথারীতি শীর্ষে ভারত। তবে একধাপ নিচে নেমে দলটির বর্তমান র‍্যাঙ্কিং ৯৭। একধাপ নিচে নেমেছে সাফজয়ী মালদ্বীপও। তাদের বর্তমান অবস্থান ১৫১তে।শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক