নিজস্ব প্রতিবেদক:
দরজায় কড়া নাড়ছে কোরবানীর ঈদ। মাত্র দু’দিন পর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহা। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জন্য আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। আর এই আনন্দকে ভাগাভাগি করে নিতে শেষ মুহূর্তে কানাইঘাটে সবাই মহা ব্যস্ত হয়ে পড়েছেন কোরবানীর কেনাকাটায়। কোরবানির পশুর হাটগুলোতে প্রতিদিন কোটি কোটি টাকার গরু, মহিষ ও ছাগল বিক্রি হচ্ছে।
সীমান্ত এলাকা দিয়ে প্রচুর গরু, মহিষ আসছে কানাইঘাটে। পুরো উপেজলায় প্রায় অর্ধশতাধিক পশুর হাট রয়েছে,তবে অবৈধ পশুর হাট বন্ধে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, শেষ মুহূর্তে এসে পুরোদমে জমে উঠেছে কানাইঘাটের ঈদ বাজার। ক্রেতা- বিক্রেতাদের যেন দম ফেলার ফুসরত নেই। পশুর হাটে গরু কিনতে ক্রেতারা যেমন ভিড় করছেন তেমনি শপিংমলগুলোতে কাপড় কিনতে নারী ও শিশুদের আনাগোনা বেশ লক্ষ্য করা গেছে।
পাশাপাশি ভিড় জমেছে ভূষিমালের দোকানগুলোতেও। ক্রেতাদের লিস্টি অনুযায়ী তেল,
পিঁয়াজ, রসুন, মসলা ইত্যাদি দিতে দোকানীদের হিমশিম খেতে হচ্ছে। কানাইঘাট বাজারের কামারপট্টিতে দা, ছোরা গড়তে লোকজনের ভিড় দেখা গেছে। সারাবছর অলস সময় পার করলেও কোরবানির ঈদকে সামনে রেখে পশু জবাইয়ের সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছে কামারপট্টির কারিগররা।
উপজেলার কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেছে,গতবারের তুলনায় এবার পশুর দাম তুলনামূলক বেশি। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় বিক্রেতারাও দাম হাঁকছেন বেশি। ফলে ক্রেতারা তাদের পছন্দের গরু কিনতে পারছেন না। তবে শেষ মুহুর্তে বিকল্প পথ না খোঁজে চড়া দাম দিয়ে গরু ক্রয় করছেন ক্রেতারা।
পশুর হাটে কথা হয় পাথর ব্যবসায়ী বিলাল আহমদ এর সাথে তিনি জানান, কয়েকটি গরুর হাট ঘুরে দেখেছি প্রচুর গরু, মহিষ বাজারে উঠেছে। তবে দাম বেশি আজ-কালকের মধ্যে গরু কিনব।
এদিকে শপিংমলগুলোতে রমজানের ঈদের মত উপচে পড়া ভিড় না থাকলেও লক্ষণীয় ভিড় দেখা গেছে। ক্রেতাদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু।
কানাইঘাট উত্তর বাজারের জননী ফ্যাশনের সত্বাধিকারী জামাল উদ্দিন জাকারিয়া জানান- বেচা-কেনা মোটামোটি ভালোই চলছে।
কানাইঘাট নিউজ ডটকম/২০আগস্ট ২০১৮ইং।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট


0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়