Monday, August 20

কানাইঘাটে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক: মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রাজস্ব খাতের আওতায় কানাইঘাটের উন্মুক্ত জলাশয় বড় মাগুরী বিলে রুই, কাতলা, মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গত রবিবার(১৯আগস্ট) বিকেল ৩টায় কানাইঘাট মৎস্য অফিসের তত্বাবধানে বড় মাগুরী বিলে ১লক্ষ টাকা ব্যায়ে ২৫৮ কেজি মাছের পোনা অবমুক্ত করেন সিলেট সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং। এসময় উপস্থিত ছিলেন, কানাইঘাট বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত মোঃ আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা রিংকু চক্রবর্তী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী বিদ্যুৎ চন্দ্র সরকার সহ স্থানীয় মৎস্যজীবিরা। পোনা মাছ অবমুক্ত কালে ভূমি কর্মকর্তা লুষিকান্ত হাজং বলেন, উন্মুক্ত জলাশয় হাওর এলাকায় দেশীয় মাছের অবাদ বিচরণ এবং প্রজনন রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। হাওর এলাকায় কারেন্ট জাল ও বাধ দিয়ে কেউ যাতে করে মাছ শিকার করতে না পারে এজন্য স্থানীয় জন সাধারণ কে মৎস্য আইনের সাজা ও অর্থ দন্ডের ব্যাপারে সচেতন করতে হবে। 

 কানাইঘাট নিউজ ডটকম/২০আগস্ট ২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়