Sunday, August 5

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান কানাইঘাট পৌর আ’লীগ নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঢাকায় সড়ক দূর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের দাবী দাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নেওয়ার পরও শিক্ষার্থীদের আন্দোলনকে ষড়যন্ত্রকারীরা যাতে করে ভিন্ন খাতে প্রভাবিত করতে না পারে এব্যাপারে সজাগ থাকার জন্য কানাইঘাট পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলের প্রতি আহবান জানিয়েছেন। কানাইঘাটের কোথাও যাতে করে ষড়যন্ত্রকারীরা শিক্ষার্থীদের লেখা-পড়ার ক্ষতি করে মাঠে-ময়দানে নামিয়ে বিভ্রান্ত করে ফায়দা হাসিল করতে না পারে এজন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, কানাইঘাট পৌর আওয়ামী লীগের আহবায়ক আশির দশকের তুখোড় ছাত্রনেতা জামাল উদ্দিন,পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক কেএইচএম আব্দুল্লাহ, যুগ্ম আহবায়ক যথাক্রমে নাছির আহমদ, খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুন, সাহেদ আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়