Monday, July 30

সিসিক নির্বাচন: এগিয়ে রয়েছেন কামরান

কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ৫৩ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা প্রতীক পেয়েছে ৩৯৬৯৬ ভোট। আর বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের ছড়া পেয়েছে ৩৪৩৪৮ ভোট। জামায়াত প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ১৩৬৭ ভোট। সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটির ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন পুরুষ ভোটার ও ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন নারী ভোটার রয়েছেন। নগরীর ২৭টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ১৩৪টি। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ৯২৬টি; তন্মধ্যে অস্থায়ী ভোটকক্ষ ৩৪টি। এবারের নির্বাচনে সিলেটে প্রতিদ্বন্দিতায় রয়েছেন ১৯৪ জন প্রার্থী। এসব প্রার্থীদের মধ্যে মেয়র পদে ছয়জন, কাউন্সিলর ১২৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী রয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়