Monday, June 25

সংসদে যা বললেন সেলিম এমপি

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট-জকিগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বয়ে যাওয়া ভয়াবহ বন্যা পরিস্থিতি সহ বিভিন্ন সমস্যা তুলে ধরে মহান জাতীয় সংসদের ২১তম অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন জাতীয় সংসদের বিরোদীধলীয় হুইপ সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন। সোমবার(২৫জুন) জাতীয় সংসদের ২০১৮-১৯ এর বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে সংসদের স্পীকার ও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের দৃষ্টি গোচর করে আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে বলেন,প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নের বড় ধরনের ভূমিকা রাখছেন। হাজার হাজার কোটি টাকার রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা,কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এক কোটি প্রবাসী তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছেন। প্রবাসীদের নায্য অধিকার ভোটের সুযোগ করে দেওয়াসহ প্রবাসীদের নানা ধরনের বিড়ম্বনা থেকে রক্ষা করার জন্য বাংলাদেশী পাসপোর্টের মেয়াদ ৫ বছর থেকে ১০ বছর বৃদ্ধি করার দাবি জানান তিনি । ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীত করার দাবিও জানান তিনি,সেই সাথে তিনি তার নির্বাচনী এলাকার সার্বিক বন্যা পরিস্থিতি সহ নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। সেলিম উদ্দিন এমপি কানাইঘাট-জকিগঞ্জের বন্যা পরিস্থিতি তুলে ধরে বলেন,বন্যায় গ্রামীণ রাস্তাঘাট সহ নদী ভাঙ্গণে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বন্যার সময় তিনি তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন দূর্গত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ সহ সার্বিক ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করেছেন। কিন্তু বন্যা দূর্গতদের জন্য সরকারিভাবে পাওয়া ত্রাণ বিতরণের জন্য প্রাথমিকভাবে যে চাল বরাদ্ধ দেওয়া হয়েছে তা একেবারে অপ্রতুল্য। তিনি সরকারিভাবে ব্যাপক ত্রাণ বিতরণের ব্যবস্থা এবং ত্রাণ মন্ত্রীকে তাঁর নির্বাচনী এলাকায় সফরের আহবান জানান। সেলিম উদ্দিন মহান জাতীয় সংসদে আরো বলেন,সীমান্তবর্তী কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন একটি যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা। রাস্তাঘাটের ব্যবস্থা না থাকায় এখানে কোন ধরনের যানবাহন চলাচল করেনা। এই এলাকায় এখনো শত শত মুক্তিযোদ্ধারা জীবিত রয়েছেন তাদের প্রাণের দাবি হচ্ছে মমতাজগঞ্জ সুরমা নদীর উপর ব্রীজ নির্মাণ করে এই এলাকার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা হোক। ব্রীজের যাবতীয় প্রস্তুতির কাজ সম্পন্ন হওয়ার পরও কাজ শুরু না হওয়ায় সীমান্তবর্তী এলাকার লোকজনের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তিনি শিগগির ব্রীজের কাজ শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। বন্যায় ক্ষতিগ্রস্থদের পুণর্বাসন সুরমা,কুশিয়ারা ও লোভা নদীর ভাঙ্গণ প্রতিরোধ এবং কানাইঘাটের প্রাচীনতম গাছবাড়ী বাজারের রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা কাজ শুরু করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে এগিয়ে আসার আহবান জানান। মহান জাতীয় সংসদে সেলিম উদ্দিন এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের শাসণামলের কথা তুলে ধরে দেশের উন্নয়নে তাঁর নীতি গ্রহণের দাবি জানান। 

 কানাইঘাট নিউজ ডটকম/২৫জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়