Tuesday, June 26

কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কানাইঘাট নিউজ ডেস্ক: বিশিষ্ট শিক্ষাবিদ ও কানাইঘাট ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সিরাজুল ইসলাম বলেছেন, একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ গঠনে সু-শিক্ষার কোন বিকল্প নেই। আজকের ছাত্র সমাজ দিকভ্রান্ত হয়ে শিষ্টাচার বহিঃর্ভূত কর্মকান্ড ও জঙ্গিবাদ সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এহেন পরিস্থিতিতে একটি সু-শিক্ষিত সমাজই জাতির প্রধান প্রত্যাশা। মঙ্গলবার ঝিঙ্গাবাড়ি শহরউল­াস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা সমাজ কল্যাণ পরিষদ ক্রীড়া সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও প্রকাশনা সম্পাদক জাবেদুল হক হুমায়েদের পরিচালনায় প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদ (১৪নং ওয়ার্ড) সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১নং লক্ষীপ্রাসাদ পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আহমদ সোলেমান, রাজাগঞ্জ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন চৌধুরী, ৩নং ওয়ার্ড মেম্বার আসা মিয়া, পরিষদ সাধারণ সম্পাদক আহমদ মাসুম, সহ সাধারণ সম্পাদক আলী আহমদ চৌধুরী, মাস্টার জালাল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আদিল চৌধুরী। ধর্ম বিষয়ক সম্পাদক আন্যর শাহ চৌধুরীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাইদুল ইসলাম সাঈদ, জালাল উদ্দিন, দুলাল আহমদ, মাহফুজ আহমদ, আশরাফুল ইসলাম, কামরান আহমদ, খালেদ মাসুদ, ইসমাইল, তারেক আহমদ, শ্যামল প্রমুখ। 

কানাইঘাট নিউজ ডটকম/২৬ জুন ২০১৮/প্রেবি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়