Thursday, June 21

কানাইঘাটে তিনশ' বোতল ফেন্সিডিলসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: 
 কানাইঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে তিনশত বোতল ভারতীয় ফেনসিডিল এবং স্বামী-স্ত্রী সহ তিনজন কে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আহাদ জানতে পারেন আজ বৃহস্পতিবার রাত দশটার দিকে জকিগঞ্জ থেকে কানাইঘাট সড়কের বাজারমূখী একটি অটোরিকশা সিএনজি গাড়ীযোগে মাদকের একটি বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে কানাইঘাট দীঘিরপাড় ইউপির সড়কের বাজার এলাকায় সিলেট জকিগঞ্জ সড়কে কানাইঘাট থানা পুলিশের একটি টিম প্রেরণ করা হয়। ফেনসিডিল বুঝাই অটোরিকশা সিএনজি গাড়ী সড়কের বাজার সংলগ্ন রামপুর গ্রামের পাশে আসা মাত্র থানা পুলিশের এসআই ইসমাইল হোসেন, এসআই আবু কাউছার ও সহকারী ডিআইও মো: আবু সুফিয়ান এর নের্তৃত্ত্বে একদল পুলিশ রাস্তায় বেরিকেড দিয়ে সিএনজিটি আটক করেন। এ সময় গাড়ীতে তল্লাশী চালিয়ে কয়েকটি চটের বস্তায় পলিথিনে মোড়ানো তিনশত বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ এবং (সিলেট থ-১১-৯৭৫৩) অটোরিকশা আটক করেন। এসময় যাত্রী বেশী মাদক ব্যবসায়ী দীঘিরপাড় ইউপির দীঘিরপাড় গ্রামের মইন উদ্দিনের পুত্র শাহাব উদ্দিন (৩৫) ও তাহার স্ত্রী নাজিয়া বেগম (৩০) এবং অটোরিকশা চালক দীঘিরপাড় গ্রামের শরীফ উদ্দিনের পুত্র বোরহান উদ্দিন (২৫)কে গ্রেফতার করে পুলিশ। থানা ডিউটি অফিসারের রুমে আটক অবস্থায় মাদক ব্যবসায়ী শাহাব উদ্দিন সে উক্ত ভারতীয় তিনশত বোতল ফেনসিডিল উদ্ধার হওয়া অটোরিকশা যোগে চালিয়ে জকিগঞ্জ উপজেলার উত্তরগুল গ্রাম থেকে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে নিয়ে এসে ফেনসিডিলের চালানটি সিলেট শহরে নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহাব উদ্দিন তাহার স্ত্রী ও সন্তানদের নিয়ে সিলেট শহরে বসবাস করে। সে পেশায় একজন অটোরিকশা সিএনজি চালক বলে সে জানায়। থানা ওসি আব্দুল আহাদ জানিয়েছেন, গ্রেফতারকৃত শাহাব উদ্দিন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে এক্ষেত্রে তাহার স্ত্রী নাজিয়া বেগম ও শিশুপুত্রদের মাদক বহনের কাজে ব্যবহার করে আসছিল। আটককৃত ফেনসিডিলের ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। 



কানাইঘাট নিউজ ডটকম/২১ জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়