Thursday, June 21

কানাইঘাটে বন্যা দূর্গত এলাকায় মেডিকেল টিম ও পানিবাহিত রোগের ঔষধ বিতরণের দাবি

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে  বন্যার পানি কমার সাথে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বন্যা দূর্গত এলাকায় পর্যাপ্ত পরিমাণ খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে জরুরী ভিত্তিতে দ্রুত পানিবাহিত রোগ থেকে বন্যা দূর্গত লোকজনদের রক্ষা করার জন্য মেডিকেল টিম প্রেরণ ও খাবার স্যালাইন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ অন্যান্য ঔষধ বিতরণের দাবি জানিয়েছেন সচেতন মহল। এ নিয়ে আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএইচও মেডিকেল অফিসার ডঃ আবুল হারিছের সাথে জরুরী বৈঠক করেছেন রাজনৈতিক মহল ও জনপ্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কানাইঘাট সাতবাক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিন, কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা ইকবাল হুসেন ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ। বৈঠককালে দ্রুত বন্যা দূর্গত এলাকায় পানিবাহিত রোগ প্রতিরোধে ঔষধ বিতরণ ও মেডিকেল টিম প্রেরণের দাবি জানান তারা। এসময় আওয়ামী লীগ নেতা মস্তাক আহমদ পলাশ জেলা বিএমএর সভাপতি ডঃ এহতেসামুল হক ও জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেন ।  শুক্রবারের মধ্যে বন্যা দুর্গত এলাকায় তিন হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও পর্যাপ্ত খাবার স্যালাইন বিতরণ শুরু হবে বলে ভারপ্রাপ্ত টিএইচও ডঃ আবুল হারিছ জানান। তিনি আরোও বলেন প্রতিটি ইউনিয়নে মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল টিমের মাধ্যমে বন্যা দুর্গত লোকজনদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি পানিবাহিত রোগের ঔষধ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান পর্যাপ্ত পরিমান খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ অন্যান্য ঔষধ পত্র বরাদ্ধ প্রক্রিয়াধীন রয়েছে। চেয়ারম্যান পলাশ ও মামুুন রশিদ জানান, ত্রাণের চাইতে এই মূহুর্তে বন্যা দুর্গত লোকজনদের পানিবাহিত নানা ধরণের রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা করার জন্য সরকারিভাবে ঔষধ পত্র বিতরণ জরুরি, তা না হলে পানিবাহিত রোগ চারদিকে ছড়িয়ে পড়বে। এজন্য আজ আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতৃপক্ষের সাথে সাক্ষাৎ করে বিস্তারিত আলোচনা করেছি। 

কানাইঘাট নিউজ ডটকম/২১জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়