Monday, April 9

বড়চতুল ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে ছাতা ও ব্যাগ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে আর্থমানবতার সেবায় নিয়োজিত বড়চতুল ইউনিয়ন প্রবাসী ফোরাম এর উদ্যোগে গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে ছাতা ও ব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় পর্বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। মাওলানা মুসদ্দর আহমদের সভাপতিত্বে, আব্দুর রহমান ও মাও: খলিল আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রীস প্রবাসী আব্দুল্লাহ বাহার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও সময় সুযোগের অভাবে অনেক প্রবাসী নিজ মাতৃভূমির জন্য কিছু করতে পারেন না। তাই প্রবাসী ফোরামের মাধ্যমে তারা গরীব দুঃখীদের সহযোগিতা করতে পারবেন। প্রবাসীদের এই মহৎ উদ্যোগকে তিনি স্বাগত জানান। বক্তারা আরো বলেন, প্রবাসে গিয়েও যারা দেশের গরীব দুঃখীদের ভুলে যায়নি তারাই এ জাতির শ্রেষ্ঠ সন্তান। আগামী বর্ষার কথা বিবেচনা করে তিন শতাধিক ছাতা ও ব্যাগ বিতরণ নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, ৫নং বড়চতুল ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারি রশিদ আহমদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হামিদুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী কিউ.এম ফররুখ আহমদ ফারুক, প্রবাসী কল্যাণ ফোরামের সিলেট বিভাগীয় সভাপতি মাও: হারুন রশীদ চৌধুরী, প্রজন্ম প্রত্যাশার (চতুল বাজার) সভাপতি হারুন রশীদ, প্রজন্ম প্রত্যাশার স্থায়ী পরিষদ সদস্য রোটা: ইকবাল হোসাইন, পর্বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: নুরুল আম্বিয়া।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়