Saturday, April 14

কানাইঘাটে যুগ্ম সচিব এহছানে এলাহী ! শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কানাইঘাটের কৃতি সন্তান এহছানে এলাহী বলেছেন, কানাইঘাটের সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের আগামী দিনের দক্ষ মানব সম্পদে পরিণত করতে শিক্ষকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। কানাইঘাটকে আলোকিত করতে হলে ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। শিক্ষার দিক থেকে কানাইঘাট দিন দিন অগ্রসর হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, বে-সরকারী মাধ্যমিক স্কুলের শিক্ষকরা জাতি গড়ার কারিগর হচ্ছেন। কানাইঘাট বে-সরকারী মাধ্যমিক স্কুল শিক্ষা ট্রাষ্ট কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষকরা তাদের বেতন ভাতার একটি অংশ মেধাবী শিক্ষার্থীদের উদ্দীপনা দেওয়ার জন্য প্রতি বছর প্রতিযোগিতা মূলক বৃত্তির আয়োজন করায় শিক্ষকদের অভিনন্দন জানান। এহছানে এলাহী শনিবার (১৪এপ্রিল) স্থানীয় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা বে-সরকারী মাধ্যমিক স্কুল শিক্ষা ট্রাস্ট এর মেধা যাচাই পরীক্ষা ২০১৭ এর বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছে এলাহীর সভাপতিত্বে ও ট্রাস্টের সচিব সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া ও রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আহমদের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, মুজম্মিল আলী, শিক্ষক সমিতির সভাপতি জার উল্লাহ, শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি মামুন আহমদ, অবসর প্রাপ্ত শিক্ষক কলামিস্ট মহি উদ্দিন, চিত্র শিল্পী বানুলাল দাস, মস্তফা-হক চৌধুরী ট্রাষ্টের চেয়ারম্যান আর.কে.এম মোস্তাক চৌধুরী,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল,সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, ক্রীড়া সংস্কৃতি প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিংগাবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, শিক্ষক নেতা নুরুল আমিন, সাজ উদ্দিন সাজু, মাহবুবুল হক, মামুন আহমদ,জৈন্তিয়া ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ট্রাষ্টের উদ্যোগে উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৯৩ জন শিক্ষার্থীদের হাতে বৃত্তি তোলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়