Sunday, April 15

কানাইঘাটে জাতীয় ছাত্র সমাজের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক যুগ পর জাতীয় ছাত্র সমাজ কানাইঘাট উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার সভাপতি মোঃ ফয়জুল ইসলাম ফয়েজ গত ১৪ এপ্রিল স্বাক্ষরিত উক্ত কমিটিকে অনুমোদন দিয়েছেন। ছাত্রনেতা আজাদ স্বাধীন কে সভাপতি ও রুমান আহমদ, এস.এ কামরুল কে সহ-সভাপতি, আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও এনায়েত হোসেন জামিল কে সহ-সাধারণ সম্পাদক এবং ওয়াহিদুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক ও জহির উদ্দিন চৌধুরীকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রচার সম্পাদক ফয়জুল্লাহ কাওছার, ক্রীড়া সম্পাদক মাহফুজে এলাহী মিলন, সহ-সম্পাদক সুমন, সালেহ আহমদ এবং মোঃ আব্দুল্লাহ, হবিব আহমদ, আব্দুল মুমিন, রাজু দাস, মোশাররফ হোসেন, বিজিত দাস, আহমেদ রাজু, আবু সামিয়ান তানিম, শহিদুল ইসলাম, খলিলুর রহমান, আব্দুল্লাহ চৌধুরী, রাসেল আহমদ, মারুফ আহমদ, সুমন আহমদ, কবির আহমদ, রুবেল আহমদ, রায়হান আহমদ, মোশাররফ হোসেন, ফাহিম উদ্দিন, রহিম উদ্দিন, মিজানুর রহমান, এমরান আহমদ, শাহান আহমদ, সাজিদ আহমদ, সুলতান আহমদ, মোঃ আজহার উদ্দিন, মোঃ ফরহাদ, রহিম উদ্দিন ও দেলোয়ার হোসেনকে সদস্য নির্বাচিত করা হয়েছে। এদিকে দীর্ঘদিন পর জাতীয় ছাত্র সমাজের কানাইঘাট শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।  নবগঠিত কমিটির সভাপতি আজাদ স্বাধীন ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এক অভিনন্দন বার্তায় জাতীয় ছাত্র সমাজের কমিটি উপহার দেওয়ায় জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি ও জাতীয় ছাত্র সমাজের সিলেট জেলা শাখার সভাপতি ফয়জুল ইসলাম ফয়েজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন নবগঠিত কমিটির নেতৃত্বে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্র নায়ক পল্লী বন্ধু আলহাজ্ব হোসেইন মোহাম্মদ এরশাদের হাত কে শক্তিশালী করার জন্য কাজ করার পাশাপাশি এমপি সেলিম উদ্দিনের উন্নয়ন মূলক কর্মকান্ড তোলে ধরার জন্য মাঠ পর্যায়ে সংগঠনের নেতাকর্মীরা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়