Monday, April 2

কানাইঘাটে নকল মুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুর হয়েছে। সোমবার যথা সময়ে প্রথম দিনের পরীক্ষা উপজেলার ৩টি কেন্দ্রে এইচ.এস.সি ও কানাইঘাট মনসুরিয়া কামিলা মাদ্রাসায় আলিম পরীক্ষা শুরু হয়। কানাইঘাট কলেজ, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় ও গাছবাড়ী আইডিয়াল কলেজে অনুষ্ঠিত এইচ.এস.সি পরীক্ষার কেন্দ্র ও মনসুরিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালিন সময়ে ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ। প্রথম দিনের পরীক্ষা নকলমুক্ত, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। এবারের এইচ.এস.সি পরীক্ষায় ৮টি কলেজ থেকে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ১১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১১৮জন পরীক্ষার্থী ও মাদ্রাসা বোর্ডের অধীনে মনসুরিয়া পরীক্ষা কেন্দ্রে ২৭৯জন আলিম পরীক্ষার্থীর মধ্যে ২৭২জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়