Tuesday, March 6

কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় ফ্লেক্সিলোড ব্যবসায়ী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট মূলাগুল কান্দলা নয়া বাজারের ফ্লেক্সিলোড ও মোবাইল ফোন ব্যবসায়ী মাহবুবুল আলম রহিম (২৪) কে গত সোমবার রাত অনুমান ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে পাওনা টাকার জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত এ ব্যবসায়ীকে সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানার কান্দলা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছের ছেলে আহত মাহবুবুল আলম রহিম বাদী হয়ে স্থানীয় বাজেখেল সতিপুর গ্রামের সাহাবুদ্দিনের পুত্র তাহের আহমদ (২০), মৃত মৌলভী আব্দুস সালামের পুত্র সাহাব উদ্দিন (৪৫) কে আসামী করে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, মাহবুবুল আলম কে পল্লীবিদ্যুতের একটি মিটার সংযোগ দেওয়ার জন্য তাহের আহমদ ৫হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরও মাহবুবুল আলম মিটার সংযোগ না পাওয়ায় তার পাওনা ৫ হাজার টাকা ফেরত চাহিলে তাহের গংরা তাকে প্রান নাশের হুমকি দেয়। গত সোমবার রাত ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে বাজারে আলবাবের চায়ের দোকানের সামনে আসা মাত্র মাহবুবুল আলমের উপর অতর্কিত হামলা চালায় সাহাব উদ্দিন ও তাহার পুত্র তাহের আহমদ। মাহুবুবুল আলমকে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে গুরুতর জখম করে বিবাদীরা ফ্লেক্সিলোডের ২টি মোবাইল সেটের সীমে রক্ষিত ১লক্ষ ৫০হাজার টাকা ব্যবসার আরো ১লক্ষ ৫০হাজার টাকা এবং ২০হাজার টাকা মূল্যের ১টি মোবাইল সেট লোট করে নিয়ে যায় বলে অভিযোগে জানা যায়। হামলায় মাহবুবুল আলমের বাম হাতের কব্জি ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পুলিশ অভিযোগকে আমলে নিয়ে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়