Sunday, February 18

কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনায় শ্বশুড়-শ্বাশুড়ী জেল হাজতে

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউ.পির সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি গ্রামে গত শনিবার স্বামীর হাতে নির্মম ভাবে স্ত্রী খুন হওয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত নিহতের শ্বশুড় ও শ্বাশুড়ীকে জেল হাজতে পাঠিয়েছে কানাইঘাট থানা পুলিশ। গত শনিবার সকাল ১১টার দিকে সোনাতন পুঞ্জি গ্রামের শফিকুল হকের পুত্র রিক্সা চালক ইব্রাহিম আলী উরফে ইমন (২৩) তার স্ত্রী জাহানারা বেগম (১৯) উপর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। স্ত্রী হত্যার দায়ে পলাতক ঘটনার মূল হুতা ঘাতক ইমন কে অদ্যাবদি পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সে পালিয়ে গেলেও থানা পুলিশ তার বাবা শফিকুল হক (৫৫) ও রাহেনা খাতুন (৪৮) কে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহতের মা উপজেলার মালী গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী ছফিনা বেগম বাদী হয়ে মেয়ের জামাই ইমনসহ তার বাবা মাকে আসামী করে থানায় গত শনিবার হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং-০৯, তারিখ- ১৭/০২/২০১৮ইং। এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) নুনুমিয়ার সাথে কথা বলে তিনি বলেন স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী ইমনকে গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়