Tuesday, February 6

যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে: ট্রাম্প

trump20151216114326.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।

মার্কিন স্বাস্থ্য নীতির কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সোমবার এক টুইটার বার্তায় বলেন,  যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকেই যুক্তরাষ্ট্রে চালু করতে চাচ্ছেন ডেমোক্র্যাটরা যেটি ইতোমধ্যেই ভেঙে পড়েছে। যুক্তরাজ্যের মানুষ এখন তা নিয়ে আন্দোলন করছেন।

ট্রাম্পের এই বক্তব্যের কড়া নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, যুক্তরাজ্য তার স্বাস্থ্য নীতি নিয়ে গর্ব করে। ব্রিটিশরা এমন স্বাস্থ্য নীতি চায় না যেখানে ২৮ মিলিয়ন মানুষ স্বাস্থ্যসেবাই পাবে না যেটি যুক্তরাষ্ট্রে হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়