কানাইঘাট নিউজ ডেস্ক:
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো ইমন চৌধুরী'র নতুন উপন্যাস 'রোদ পড়েছে ডানায়'। উপন্যাসটি প্রকাশ করেছে সাহিত্যদেশ।
প্রকাশক জানান, মেলার প্রথম সপ্তাহ থেকেই পাঠকরা এটি হাতে পাচ্ছেন। উপন্যাসটি রচিত হয়েছে দেশভাগ এবং দাঙ্গার উত্তাল সময়ে কলকাতা থেকে পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া এক মুসলিম যুবকের পরিবারকে কেন্দ্র করে।
উপন্যাসের পটভূমি সম্পর্কে ইমন চৌধুরী বলেন, 'এই উপমহাদেশে দেশভাগ এবং ধর্মীয় দাঙ্গা একটি উল্লেখযোগ্য ঘটনা। বহু মানুষকে শিকড় বিচ্ছিন্ন করে দিয়েছে এই দেশভাগ। সেই উত্তাল সময়ে কলকাতা থেকে পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া এক মুসলিম যুবকের টিকে থাকার সংগ্রাম এই উপন্যাসের মূল পটভূমি। ধীরে ধীরে এই দেশটিও তার হয়ে ওঠে। তারও পরিবার হয়। বেড়ে ওঠে দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্ম একসময় এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠে। তাদের ক্যারিয়ার, প্রেম এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে এগুতে থাকে কাহিনী। সবমিলিয়ে আশা করি পাঠকদের ভালো লাগবে উপন্যাসটি।'
বইটির প্রচ্ছদ করেছেন তরুণ প্রচ্ছদশিল্পী সোহানুর রহমান অনন্ত। মূল্য ১৫০ টাকা।
Thursday, February 8
এ সম্পর্কিত আরও খবর
শিখতে হলে জানতে হবে অবসর কাটানোর জন্য আপনি শিখতে পারেন গান, নাচ, আবৃত্তি, অভিনয়, দেখতে পারেন সিনেমা। যে প্রতিষ্ঠা
৭৩-এ পা রাখলেন কবি নির্মলেন্দু গুণ কানাইঘাট নিউজ ডেস্ক: ‘জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম,এখন আমার সব কিছুতেই
আহমদ ছফার মৃত্যুবার্ষিকী আজ কানাইঘাট নিউজ ডেস্ক: আজ ২৮ জুলাই প্রখ্যাত লেখক, সাহিত্যকর্মী ও সংগঠক আ
বিশ্বজিৎ সেন এর কবিতা যেওনা ততদূর জেব্রা-জোছনায় জেব্রা-জোছনায় ততদূরে যেওনা যেন যতদূর গেলে ডাক আসে না গড়ায় যেহ
এক নজরে সৈয়দ হক কানাইঘাট নিউজ ডেস্ক: নাম: সৈয়দ শামসুল হক উপাধি : সব্যসাচী (সাহিত্যের সব শাখায় সক্রিয়তার জন্
ট্রানজিটে দু’রাত ড. তানিয়া হোসেন, অতিথি লেখক সুনন্দা বসে আছে লন্ডনের হিয়ত্রো এয়ারপোর্টে। প্রচুর তুষার পাতের
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়