কানাইঘাট নিউজ ডেস্ক:
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো ইমন চৌধুরী'র নতুন উপন্যাস 'রোদ পড়েছে ডানায়'। উপন্যাসটি প্রকাশ করেছে সাহিত্যদেশ।
প্রকাশক জানান, মেলার প্রথম সপ্তাহ থেকেই পাঠকরা এটি হাতে পাচ্ছেন। উপন্যাসটি রচিত হয়েছে দেশভাগ এবং দাঙ্গার উত্তাল সময়ে কলকাতা থেকে পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া এক মুসলিম যুবকের পরিবারকে কেন্দ্র করে।
উপন্যাসের পটভূমি সম্পর্কে ইমন চৌধুরী বলেন, 'এই উপমহাদেশে দেশভাগ এবং ধর্মীয় দাঙ্গা একটি উল্লেখযোগ্য ঘটনা। বহু মানুষকে শিকড় বিচ্ছিন্ন করে দিয়েছে এই দেশভাগ। সেই উত্তাল সময়ে কলকাতা থেকে পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া এক মুসলিম যুবকের টিকে থাকার সংগ্রাম এই উপন্যাসের মূল পটভূমি। ধীরে ধীরে এই দেশটিও তার হয়ে ওঠে। তারও পরিবার হয়। বেড়ে ওঠে দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্ম একসময় এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠে। তাদের ক্যারিয়ার, প্রেম এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে এগুতে থাকে কাহিনী। সবমিলিয়ে আশা করি পাঠকদের ভালো লাগবে উপন্যাসটি।'
বইটির প্রচ্ছদ করেছেন তরুণ প্রচ্ছদশিল্পী সোহানুর রহমান অনন্ত। মূল্য ১৫০ টাকা।
Thursday, February 8
এ সম্পর্কিত আরও খবর
সাহিত্য সাধনায় কানাইঘাট মিলন কান্তি দাস:: সিলেট জেলার অন্যতম একটি উপজেলা হচ্ছে কানাইঘাট। খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের পাদদেশ
৩ জন অধ্যাপকের যৌথভাবে রচিত গ্রন্থের প্রকাশনা উৎসব ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের ৩ জন অধ্যাপকের যৌথভাবে রচিত “Dynamics
কাছাড়ের ইতিহাস ঐতিহ্য ও নান্দনিকতা গ্রন্থের মোড়ক উম্মোচন কানাইঘাট নিউজ ডেস্ক: কাছাড়ের এতিহাস ঐতিহ্য বইটি সিলেট ও কাছাড়ের মধ্যে মৈত্রীর বন্ধন সুদৃড় করব
সাবধান, ভাঙবে দালান --মাহবুবা চৌধুরীমরছে মানুষ দালান ধসেমরছে মানুষ পুড়েমরণ কখন মারবে ছোবলআতঙ্ক দেশজুড়ে।বিদেশ থেকে আসছ
বইমেলায় মিলন কান্তি দাসের প্রথম কাব্যগ্রন্থ “সুন্দর পৃথিবীর স্বপ্ন” নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি ও কলামিস্ট মিলন কান্তি দাসের প্রথম
কানাইঘাট লেখক ফোরামের সাহিত্য আড্ডা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট লেখক ফোরামের উদ্যোগে ৪র্থ সাহিত্য আড্ডা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়